দোহায় নারীদের পোশাক খুলে তল্লাশির ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৮:৩৮ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৭:৫৩

কাতারের দোহা থেকে সিডনিতে ফেরার পথে একদল নারী যাত্রীকে পোশাক খুলে তল্লাশির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া। দোহার হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরের টয়লেট থেকে একটি নবজাতক উদ্ধারের পর তার মায়ের খোঁজে এই তল্লাশি চালায় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে নবজাতকের পরিচয় এখনো শনাক্ত হয়নি। খবর বিবিসি।

গেল ২ অক্টোবরের ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার ওই ১৩ জন নারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটে উঠেছিলেন। পরে তাদেরকে বিমান থেকে নামিয়ে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং পরীক্ষা করার আগে তাদের অন্তর্বাস খুলতে বলা হয়।’

এই ঘটনাকে চরম বিরক্তিকর, আপত্তিকর এবং উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, ‘আমরা এই বিষয়ে কাতারের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। তাদের প্রতিক্রিয়ার পর আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।’

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে উলফগ্যাং বাবেক নামে এক যাত্রী বলেন যে, যখন ওই নারীরা ফিরে আসেন তখন তাদের সবারই মন খারাপ ছিল। এদের মধ্যে তুলনামূলক কম বয়সী একজন কাঁদছিলেন।

অস্ট্রেলিয়ার সরকার বলছে, প্রতিবেদন থেকে বোঝা যায় যে ওই নারীদের সাথে যে ধরনের ব্যবহার করা হয়েছে সে পরিস্থিতিতে তাদের সবকিছু জেনে-বুঝে মুক্তভাবে মত প্রকাশ করার মতো পরিবেশ ছিল না।

হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক মুখপাত্র জানান, স্বাস্থ্য কর্মকর্তারা সদ্য সন্তান জন্ম দেও়য়া এক মায়ের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানান এবং বিমানবন্দর ত্যাগ করার আগে তাকে খুঁজে বের করার অনুরোধ করেন।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের যে স্থানে ওই নবজাতককে পাওয়া গিয়েছিল সেখানে যাদের প্রবেশাধিকার ছিল তাদের প্রত্যেককেই এই তদন্তে সহযোগিতা করার কথা বলা হয়েছিল।

ঢাকাটাইমস/২৬ অক্টোবর/এনএইচএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :