মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১২:৫৬ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১২:৫২

বাংলাদেশের চেয়েও ভারতে মোবাইল ফোনের ইন্টারনেটের গতি কম। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ১২.৭৪ এমবিপিএস। গড় আপলোড স্পিড ৬.৭৩ এমবিপিএস। অন্যদিকে ভারতের মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ১২.০৭ এমবিপিএস। আপলোড স্পিড ৪.৩১ এমবিপিএস। ওকলা’স স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের যে স্পিড তার থেকে অনেক পিছিয়ে ভারত। এক্ষেত্রে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার থেকেও পিছিয়ে ভারত।

ভারতের মোবাইল ডেটার ডাউনলোড স্পিড যেখানে ১২.০৭ এমবিপিএস সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে গড় স্পিড ৩৫.২৬ এমবিপিএস।

মোবাইলে ইন্টারনেটের গতির দৌড়ে বিশ্বে ২ নম্বরে রয়েছে চীন। সেখানে ডাউনলোড স্পিড ১১৩.৩৫ এমবিপিএস।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা