স্নাতক পাসেই সমাবর্তনে অংশ নিতে পারবেন রাবি শিক্ষার্থীরা

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ১৭:০৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০, ১৭:২৬

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

আগামী সমাবর্তন থেকে স্নাতক পাসেই সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে উপাচার্য আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৫২ তম শিক্ষা পরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফখরুল ইসলাম।

সভায় উপস্থিত শিক্ষা পরিষদ সদস্য ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ জানান, বিশ্বের প্রায় সকল দেশে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও স্নাতক পাসে সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ১১ তম সমাবর্তন হয়ে গেলেও রাবির শিক্ষার্থীরা সেই সুযোগ পেতেন না। শুধু মাত্র স্নাতকোত্তর, এমফিল, পিএইচডিধারীরা সমাবর্তনে অংশ নিতে পারতেন। তবে, ১২ তম সমাবর্তন থেকে স্নাতক ডিগ্রিধারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

তিনি আরও জানান, কেউ যদি স্নাতক পাশে সমাবর্তনে অংশ নেন এবং স্নাতকোত্তরে আবার অংশ নিতে চান সেই সুযোগও পাবেন। এভাবে এমফিল, পিএইচডি ডিগ্রি লাভে আলাদা সমাবর্তন পেয়ে গেলে সেখানেও অংশ নেওয়ার সুযোগ পাবেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/পিএল)