মেয়াদোত্তীর্ণ পৌরসভায় যথাসময়ে ভোট: ইসি

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ১৯:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামীতে সারাদেশে পৌরসভা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ( ইসি)।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কমিশনের সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২১ সালের প্রথমদিকে অনেক পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। এসব পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পৌরসভা আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিধি-বিধানও উল্লেখ করা হয়। এতে বলা হয় পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে পৌরসভা সাধারণ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সংল্লিষ্ট আইন অনুযায়ী পৌরসভাসমূহের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রোয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে তিন শতাধিক পৌরসভা রয়েছে। এদের মধ্যে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য পৌরসভাগুলোর ভোট মেয়াদ অনুযায়ী বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর যে পৌরসভাগুলোর ভোট হয়েছিল, তার বেশিরভাগের মেয়র ও কাউন্সিলররা পরের বছর (২০১৬ সাল) জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে শপথ নেন। আর ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। পৌরসভা আইন অনুযায়ী,  পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেআর/ইএস)