বায়ার্ন-লিভারপুলের জয়, রিয়ালের নাটকীয় ড্র

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১২:০৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লোকোমোটিভ মস্কোকে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। টানা দুই জয় নিয়ে গ্রুপ ‘এ’তে শীর্ষে রয়েছে বায়ার্ন। আর লোকোমোটিভ মস্কো দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এদিন লোকোমোটিভ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৩তম মিনিটে গোরেৎজার গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধ শেষে তারা ১-০ গোলে এগিয়ে থাকে। ৭০তম মিনিটে মিরানচুকের গোলে ম্যাচে ১-১ সমতা আনে স্বাগতিকরা। ৭৯তম মিনিটে জশুয়া কিমিচের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। এই ব্যবধান ধরে রেখেই তারা জয় নিয়ে মাঠ ছাড়ে।

অন্য ম্যাচে মিডজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ ‘ডি’তে লিভারপুল শীর্ষে আছে। আর দুইটিতেই হেরে মিডজিল্যান্ড আছে চতুর্থ অবস্থানে।

এদিন অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও লড়াই ছিল সমানে সমান। ৫৫তম মিনিটে দিওগো জোতার গোলে লিড নেয় লিভারপুল। আর অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট) পেনাল্টি পায় লিভারপুল। তা থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। যার ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

অন্যদিকে, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মনচেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে তারা ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে।

এদিন ম্যাচের ৩৩তম মিনিটে মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় মনচেনগ্ল্যাডবাখ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫তম মিনিটে তিনি স্বাগতিক দলকে ২-০ গোলে এগিয়ে দেন। বলা যায় তখন রিয়ালের হার প্রায় নিশ্চিত। এমন সময় ম্যাচের ৮৭তম মিনিটে করিম বেনজেমার গোলে ব্যবধান কমায় রিয়াল। (৯০+৩) মিনিটে গোল করে ব্যবধান ২-২ করেন ক্যাসেমিরো। যার ফলে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে রিয়াল।

গ্রুপ ‘বি’তে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে তথা চতুর্থ অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মনচেনগ্ল্যালবাখ। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শাখতার দোনেৎস্ক।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :