শিশুর শারীরিক-মানসিক গঠনে যেসব খাবার দরকার

আয়শা সিদ্দিকা
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৪:৪৬

শিশুর প্রায় ৭০ ভাগ ব্রেইন ডেভেলপমেন্ট হয় ৩ বছর বয়সের মধ্যেই। তাই এ সময়ে শিশু যদি সঠিক পুষ্টি না পায় তার মানসিক বিকাশ ব্যাহত হয়ে সারা জীবনের জন্য বিরূপ প্রভাব ফেলতে পারে। একটু সামঞ্জস্য রেখে শিশুর প্রত্যহিক খাবার ঠিক করুন, আপনার সোনামনিকে দিন সঠিক বিকাশ।

ক্যালসিয়াম

মজবুত হাড় ও দাঁত, স্নায়ু ও পেশি তৈরিতে সাহায্য করে। খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে এবং রক্ত জমাট বাধায় সাহায্য করে। দুধ, দই, পনির ও পুডিং থেকে ক্যালসিয়াম পাবেন। এছাড়া শিশুর খাবার তৈরিতে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন।

এসেনসিয়াল ফ্যাটি এসিড

কোষ ও স্নায়ু তৈরিতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টি শোষণে শরীরকে সাহায্য করে। সয়াবিন তেল, বাদাম তেল, ডিম, কমলার রস ও সামুদ্রিক মাছ থেকে এসেনসিয়াল ফ্যাটি এসিডের চাহিদা পূরণ হবে।

আয়রন

রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আয়রনের অভাবে অ্যানেমিয়া দেখা দিতে পারে। মাংস, পালংশাক, কলিজা, লালশাক ও সিমের বিচি আয়রনের ভালো উৎস।

ম্যাগনেশিয়াম

হাড় মজবুত করে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাদাম, সয়ামিল্ক, গম, কলা ও অ্যাভোকাডো থেকে ম্যাগনেশিয়াম চাহিদা পূরণ হবে।

পটাশিয়াম

শরীরে পানির ভারসাম্য রক্ষা করে। কিডনিতে পাথর ও ওস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি কমায়। টমেটো, কলা, কমলা, তরমুজ ও আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে।

ভিটামিন এ

চোখের দৃষ্টি ভালো রাখে ও হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে। ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে। নখ, চামড়া ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সবধরনের রঙিন শাক-সবজি, ছোটমাছ ও ফলমূল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়।

ভিটামিন সি

লোহিত রক্ত কনিকা, হাড় ও কোষের গঠন ও পুনরায় গঠনে সাহায্য করে। স্ট্রবেরী, লেবু, আঙ্গুর, আম, কাঁচা টমেটো, কলা, পেঁপে ও পেয়ারাতে ভিটামিন সি থাকে।

ভিটামিন ডি

শরীরে ক্যালসিয়াম শোষণে ও হরমোন তৈরিতে সাহায্য করে। হাড় ও দাঁতের গঠন মজবুত করে। দই, সামুদ্রিক মাছ ও সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়।

ভিটামিন ই

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আঙ্গুর, আম, বাদাম ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়।

জিংক

জিংক হজম, বিপাক ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। মুরগির বুকের মাংশ, মটরশুঁটি, দুধ, পনির, বিভিন্ন ধরনের বাদামে প্রচুর পরিমাণে জিংক পাওয়া যায়।

লেখক: পুষ্টিবিদ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি, ঢাকা

ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :