বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ১৫:৪৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০, ১৬:৩৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের বোয়ালমারীতে মুরগির খামারে পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের অলিয়ার রহমানের ছেলে সোনা মিয়ার নিজ বাড়িতে একটি মুরগির খামার রয়েছে। শেয়াল, বনবিড়ালের হাত থেকে মুরগি রক্ষায় খামারের চারপাশে বিদ্যুতের ফাঁদ পেতে রাখা হয়।

বুধবার দুপুর ১২টার দিকে সোনা মিয়ার চাচাতো ভাই হাবিব মোল্যার মেয়ে হাবিবা (৪) ওই বিদ্যুতের ফাঁদে জড়িয়ে গেলে তার দাদী জাহেদা বেগম (৬৫)  শিশুটিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় ওই দুইজনকে উদ্ধার করতে গিয়ে সোনা মিয়ার চাচা নুরুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা (৫০) বিদ্যুতায়িত হন।

আহত তিনজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মঞ্জুয়ারাকে মৃত ঘোষণা করেন।  অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/কেএম)