এখনই ক্ষমতা ছাড়ছেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৪৬ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৬:১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে এখনই পদত্যাগ করছেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। বিরোধী দলগুলোর সঙ্গে সংসদে চলা দুই দিনের অধিবেশনে এমনটাই বলেছেন প্রায়ুথ চান। তিনি বলেছেন, ‘দেশের প্রয়োজনে ‘সাংঘর্ষিক’ বিক্ষোভ দমন করা হবে।’ খবর আল জাজিরার।

রাজতন্ত্রের সংস্কার ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চানের পদত্যাগের দাবিতে চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে থাইল্যান্ডে বিক্ষোভ করছে হাজার হাজার সাধারণ মানুষ। জনগণের দাবির সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দলগুলো সাবেক এই সেনা কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

তবে মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি বলছেন, দেশকে সমস্যার মধ্যে রেখে তিনি পদত্যাগ করতে পারবেন না। তিনি বলেন, ‘আমি দেশকে সমস্যার মধ্যে রেখে পালাতে পারব না। যেহেতু দেশ এখন সমস্যার মধ্যে আছে, সুতরাং আমি পদত্যাগ করতে পারি না।’

অধিবেশনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদিও সংবিধানের আলোকে দেশের সবার বিক্ষোভ করার অধিকার রয়েছে, তবে অবৈধ আন্দোলনকে নিয়ন্ত্রণ করার অধিকার কর্তৃপক্ষের আছে।’

সাংঘর্ষিক পন্থায় কিছু আন্দোলনকারী বিক্ষোভ করছে বলে অভিযোগ করে প্রায়ুথ চান বলেন, ‘আমরা চাই না দেশের মধ্যে সংঘর্ষ হোক।’

জানা গেছে, সংসদের উচ্চ কক্ষের সম্পূর্ণটাই সেনাবাহিনীর পছন্দনীয় লোকের দ্বারা নিয়ন্ত্রিত। তাই বিরোধী দলের সদস্যরা তাকে রাজতান্ত্রিক সংবিধানের আড়াল থেকে বের হয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

বিরোধী দলের সেক্রেটারি প্রাসাদ যানতারারুয়ানতং বলেছেন, ‘আপনি সাড়ে ছয় বছর ধরে ক্ষমতায় আছেন। যার মধ্যে পাঁচ বছর ছিলেন আপনার অভ্যুত্থানের মাধ্যমে। বাকি এক বছর ছিল অগণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে আহ্বান করছি। কারণ আমি মনে করি তার পদত্যাগই সব সমস্যার সমাধান করবে।’

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এনএইচএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :