বিষাক্ত মদ্যপানে শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ ৮

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৬:২৯

মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে বিষাক্ত মদ্যপানে বিপ্লব কুমার দাস (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মদ পানে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন আরো আটজন।

বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লবের মৃত্যু হয়।

নিহত বিপ্লব চন্দনপ্রতাপ গ্রামের বিকাশ কুমার দাসের ছেলে। সে সদর উপজেলার পুর্ববাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় আঠারোখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস জানান, গত সোমবার দুর্গা পূজার দশমির রাতে তারা মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ফরিদপুর সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিপ্লব কুমার দাসের মৃত্যু হয়।

এ ঘটনায় অসুস্থদের মধ্যে রুহল সরদার, সজীব বিশ্বাসকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অসুস্থ পার্থ বিশ্বাস, শুভ বিশ্বাস, নন্দ বিশ্বাস, প্রিতম বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস ও অন্তু বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার বিকাশ কুমার সিকদার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জানি না। যে কারণে এ সম্পর্কে কোন মন্তব্য করতে পারছি না।’

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, অনেক ক্ষেত্রে ভেজাল ও অতিরিক্ত মদ্যপানের কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। বিষাক্ত মদ্যপানেই এ মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :