মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৫৪ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৩৪

ফান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে শহরের খালপাড়ের রফিক চত্বরে মানিকগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

এ সময় স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান, আলিফ হাসান অমিয়, সিয়াম শিকদার, সাইদুর রহমান তারিক, ফজলে নাবিদ অনন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :