প্রবৃদ্ধির ২১ বছরে প্রিমিয়ার ব্যাংক

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৫০

প্রবৃদ্ধির ২১ বছর উদযাপন করলো দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গত ২৭ অক্টোবর ব্যাংকটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এইচ.বি.এম. ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াজুল করিম (এফসিএমএ), ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে এই বিশেষ উপলক্ষ্য উদযাপন করেন এইচ.বি.এম. ইকবাল।

তিনি বলেন, ‘শুরুটা হয়েছিলো সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সাহায্য, নির্দেশনা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না। ২১ প্রবৃদ্ধির বছরের পথচলায় দেশের জনমানুষের আস্থাও অর্জন করেছে ব্যাংকটি।’

এসময় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অপরদিকে প্রধান নির্বাহী রিয়াজুল করিম (এফসিএমএ) পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সমৃদ্ধির এই পথচলা অব্যাহত থাকবে। করোনাকালেও ব্যাংকের ডিপোজিট প্রবৃদ্ধির হার ২০১৯ সালের শেষ থেকে এখন পর্যন্ত ৯.৬৭%-এ উন্নীত হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রবৃদ্ধি ছিল ২০,৯৭৭.৬২ কোটি টাকা, যা ২০২০ সালের ২৫ অক্টোবর ২৩,০০৫.৪১ কোটিতে উন্নীত হয়। একই সময়ে লোনস এবং এডভান্স প্রবৃদ্ধির হার ১০.০১%-এ উন্নীত হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রবৃদ্ধি ছিল ১৮,৮২৪.৭৪ কোটি টাকা, যা ২০২০ সালের ২৭ অক্টোবর ২০,৭০৯.৭৩ কোটিতে উন্নীত হয়। আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্যাংক সব ধরনের সূচকে দেশের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে।’

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :