গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ১৯:৩০

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ওই উপজেলার রামদিয়া বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন।

পুলিশ জানান, কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে রামদিয়া ফেরার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/পিএল)