আ.লীগের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ২০:২৩

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী এবং প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়েছে বিএনপি।

বুধবার বেলা ৩টায় নির্বাচন কমিশন সচিবালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকটি। বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃতে বৈঠকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও রফিকুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনী প্রচারে বাধা, পুলিশের অসহযোগিতা এবং আওয়ামী লীগ প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানো হয় দলটির পক্ষ থেকে।

এছাড়া স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগে জানান দলটির নেতারা। বৈঠক শেষে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :