সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় মিষ্টি বিতরণ

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ২০:৫৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০, ২১:২৭

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় নেমে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন ভক্তরা।

সাকিবের নিজ জেলা মাগুরায় সকাল থেকেই অনেকের কাছে বৃহস্পতিবারটা শুভদিন হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ নিষেধাজ্ঞা উঠে এদিন থেকেই আবার ব্যাট-বল হাতে মাঠে নামবেন সাকিব। আর সেই আনন্দেই বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় আনন্দ-উল্লাস করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় সাকিবের ভক্তরা শহরের মানুষকে মিষ্টিমুখ করিয়েছেন।  

শহরের ক্রিকেটপ্রেমী মনিরুল বলেন, সাকিব মানেই বাংলাদেশ, সাকিব মানেই জয়। সাকিব না থাকলে বাংলাদেশ দলের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা সাকিবের এই বীরের বেশে ফেরাকে সাধুবাদ জানাই।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল। বুধবার রাত ১২টার পর থেকে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ায় সাকিবভক্তরা খুব খুশি।

মাশরুর রেজা বলেন, সাকিবের ফেরার খুশিতে সবাই আনন্দ-উল্লাস করছে। আমি সাকিবভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন, সে যেন আগামী দিনগুলোতে ভালো খেলে দেশের মুখ উজ্জল করতে পারে। 

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/কেএম)