দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু ফের বাড়ল

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১৫:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২০, ১৬:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১১টি ল্যাবে ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৬৮১ জনের দেহে। আর নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট চার লাখ চার হাজার ৭৬০ জন।

এছাড়া নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৯ জন নারী। এ পর্যন্ত  মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৮৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫৪৮ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটে কোভিড-১৯ মহামারির। এরপর এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

ঢাকাটাইমস/২৯অক্টোবর/এমআর