রাতে কলকাতার ‘মাস্ট উইন’ ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১৬:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইপিএলে আজ অস্তিত্ব রক্ষার লড়াই কলকাতা নাইট রাইডার্সের, লড়াই সম্মানরক্ষার। দুবাইয়ে মহারণে কলকাতার প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। লিগের ‘লাস্ট বয়’ সিএসকে-র প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। দুবাইয়ের এই ম্যাচ তাই সম্মান বাঁচানোর ম্যাচ ধোনিদের কাছে। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে আজ ‘মাস্ট উইন’ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের কাছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

চেন্নাই যতটাই খোলা মনে খেলতে পারবে, ঠিক ততটাই পাহাড়সমান চাপ কলকাতা নাইট রাইডার্সের ওপর। চোট কাটিয়ে আদৌ কি আন্দ্রে রাসেল খেলতে পারবেন এই ম্যাচে? সংশয় থাকছে। এমনিতেই ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই দ্রে রাস। বল হাতে কিছুটা ভরসা দিচ্ছিলেন। কিন্তু চোটের কারণে শেষ তিন ম্যাচ খেলেননি। এদিকে আগের ম্যাচেই কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে প্লে-অফের অঙ্ক নিজেরাই জটিল করে তুলেছে কলকাতা নাইট রাইডার্স।

অন্যদিকে, আগের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে নাইটদের পয়েন্ট ১২। লিগ টেবিলে পাঁচ নম্বরে তারা। প্লে-অফে লড়াইয়ে টিকে থাকতে গেলে আজ জিততেই হবে কলকাতাকে।

এবারের আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে রাহুল ত্রিপাঠীর ব্যাটে দুরন্ত জয় পেয়েছিল কলকাতা। দ্বিতীয় লেগে তার অ্যাকশন রিপ্লে চাইছে নাইট শিবির। অন্যদিকে, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তীর বোলিংয়ের ওপর ভরসা রাখছেন মরগ্যান। রাসেল অঙ্ক ভুলে শুভম্যান গিল, রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর লকি ফার্গুসনেই চেন্নাই বধের অঙ্ক কষছেন কেকেআর ক্যাপ্টেন ইয়ন মরগ্যান। তবে কলকাতার প্লে-অফের দৌড়ে পথের কাঁটা হতে পারে চেন্নাই।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/এসইউএল)