আন্তঃনগর ‘মধুমতি’ শুক্রবার থেকে চলবে ভাঙ্গা-রাজশাহী রুটে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১৯:১৫

আন্তঃনগর ট্রেন ‘মধুমতি’ শুক্রবার থেকে চলবে ভাঙ্গা-রাজশাহী পথে। আগে এ ট্রেনটি চলত গোয়ালন্দ-রাজশাহী পথে। তবে ‘যাত্রী সাধারণের সাচ্ছন্দ ভ্রমণের সুবিধার জন্য’ শুক্রবার থেকে ট্রেনটি নতুন পথে চলবে।

এ ট্রেনটি সকাল ৮টায় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে পাচুরিয়া থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গায় পৌঁছবে দুপুর দুইটার দিকে। ২টা ২৫ মিনিটে ট্রেনটি ভাঙ্গা থেকে ছেড়ে পুকুরিয়া, তালমা, ফরিদপুর, আমিরাবাদ, পাচুড়িয়া ও রাজবাড়ী হয়ে রাজশাহী চলে যাবে। তবে বৃহস্পতিবার এ ট্রেনটি বন্ধ থাকবে সাপ্তাহিক ছুটি হিসেবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারেন্টেড আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় দত্ত বলেন, আগে আন্তঃনগর ট্রেন মধুমতি রাজশাহী-গোয়ালন্দ রুটে চলাচল করত। গোয়ালন্দে এ ট্রেনটি না যাওয়ায় রাজবাড়ী-গোয়ালন্দ পথে সাটল ট্রেন যুক্ত করা হবে। মধুমতির সাথে সময় মিলিয়ে রাজবাড়ী-গোয়ালন্দ পথে এ সাটল ট্রেনটি চলবে, যাতে রাজবাড়ীতে মধুমতি আসার আগেই গোয়ালন্দের যাত্রীরা রাজবাড়ীতে চলে আসতে পারেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :