রামেক হাসপাতালের সব কাজে স্বচ্ছতার তাগিদ বাদশার

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১৯:৩৩

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়োগসহ সব কাজ যেন স্বচ্ছতার সঙ্গে করা হয় তার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় তিনি এই তাগিদ দেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের বিদায় উপলক্ষে পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ফজলে হোসেন বাদশা বলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান দেশের একটি ক্রান্তিকালে দায়িত্ব পালন করেছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

করোনাকালে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, করোনাকালে এই হাসপাতালে দেশের অন্যান্য হাসপাতালের তুলনায় ভাল মানের চিকিৎসা হয়েছে। এ কারণে রাজশাহী বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা কম।

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ সময় হাসপাতালে নিয়োগসহ সমস্ত কাজ যেন স্বচ্ছতার সাথে সেই বিষয়ে তাগিদ দেন। হাসপাতালে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যও চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএ)