বেড়িবাঁধ পাড়ে ডিএসসিসির উচ্ছেদ, ২৬ শতাংশ জায়গায় উদ্ধার

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১৯:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর গাবতলী-সদরঘাট বেড়িবাঁধের পাড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জায়গা অবৈধভাবে দখল করে গাড়ি পার্কিং এবং স্থাপনা তৈরি করেছিল দখলদাররা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করেছে নগর কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার দুপুরে বেড়িবাঁধের কালুনগর খাল স্লুইস গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন

করপোরেশনের নির্বাহী হাকীম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

 

অভিযানের বিষয়ে নির্বাহী হাকীম ঢাকা টাইমসকে জানান, করপোরেশনের ২৬ শতাংশ জায়গা  অবৈধভাবে দখল করে সেখানে গাড়ির পার্কিং গড়ে তুলেছিল কিছু লোক। সিটি করপোরেশন তাইজারা দেয়নি। যেখান থেকে সিটি করপোরেশন কোনো রাজস্ব পেত না।

 

তিনি বলেন, ‘আমরা জায়গাটি দখলমুক্ত করেছি। স্থানীয় কাউন্সিলর অভিযানকালে উপস্থিত ছিলেন। এই জায়গাটি পুনরায় দখল রোধে তিনি কাজ করবেন।‘

 

উদ্ধারকৃত জায়গাটি ইজারার মাধ্যমে পার্কিং হিসেবে ভাড়া দেওয়ার পরিকল্পনা সিটি করপোরেশনের রয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী হাকীম।

 

এছাড়া অভিযান রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা এবং বাঁশের আড়ত প্রতিষ্ঠার মাধ্যমে ডিএসসিসির সম্পত্তি দখল করায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৭ ও ৮ ধারা অনুযায়ী দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানকালে ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘দখলদাররা নির্লজ্জ। তাদেরকে বারবার উচ্ছেদ করার পরেও তারা আবার ফিরে আসে।‘

 

উচ্ছেদকৃত গাড়ি পার্কিংটি গাড়ি প্রতি মাসিক ভাড়া দিত। যা স্থানীয় প্রভাবশালীরা আদায় করত। এ বিষয়ে আপনি কিছু জানেন কি-না এমন এক প্রশ্নের জবাবে নূরে আলম বলেন, ‘দখলদাররা আর চাঁদাবাজরা আমার এলাকার না। তারা হাজারীবাগ থেকে এসে এসব কাজ করে।‘

 

ঢাকাটাইমস/২৯অক্টোবর/কারই/ইএস