নগর ভবনে ধূমপান করায় জরিমানা

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১৯:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর নগর ভবনে ধূমপান করায় এবং মাস্ক না থাকার কারণে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে তাকে এ জরিমানা করেন করপোরেশনের নির্বাহী হাকীম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

 

ইরফান উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি ডিএসসিসির একজন সেবাগ্রহীতা। তার নাম মো. নবীন। তিনি নগর ভবনের পঞ্চম তলায় প্রকাশ্যে ধূমপান করছিলেন এবং তার মাস্ক ছিল না।

 

ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘নগর ভবনের পাঁচতলায় এক ব্যক্তিকে মাস্ক না পরা অবস্থায় পাওয়া যায়। তিনি ধূমপান করছিলেন। মাস্ক না থাকা এবং পাবলিক প্লেসে ধূমপান করা দুটিই অপরাধ। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের ও তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।‘

 

ঢাকাটাইমস/২৯অক্টোবর/কারই/ইএস