মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ২১:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রিমিয়ার লিজিং ও মার্কেন্টাইল ব্যাংকের কয়েকশো কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির পরিচালক এ এস এম ফিরোজ আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুই সদস্যের এই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দের কমিশন। দুদক প্রধান কর্যালয়ের উপ-পরিচালক আশরাফুন নাহারকে প্রধান ও কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজকে সদস্য করা হয়।

বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য ঢাকটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ আলমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানা যায়, ফিরোজ আলম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাৎ করেছেন।

এছাড়া নানা অয়িমের মাধ্যমে ব্যাংকটির শত-শত কোটি টাকা ঋণ বিতরণ দেখিয়ে তা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন করা, অবৈধ নিয়োগরে সঙ্গে জড়িত থাকা ও বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
 
অভিযোগের বিষয়ে ফিরোজ আলমের সঙ্গে যোগোযোগ করতে তার ব্যক্তিগত সেল ফোনে ফোন কার বেশ হলে কয়েকবার ফোন বাজলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে ে কয়েকবার চেষ্টা করেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/২৯অক্টোবর/ইএস