কোরআন অবমাননার অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:৪৭ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ২২:৩৫

মসজিদে অস্ত্র থাকার কথা বলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে সেখানে ঢুকে কোরআন শরিফ অবমাননার ঘটনায় ক্ষুব্ধ জনতার হাতে মারা গেছে অজ্ঞাতনামা এক ব্যক্তি। পরে জনতা মোটরসাইকেলে আগুন দিলে তাতে ওই ব্যক্তির মরদেহও দগ্ধ হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশের লোক পরিচয় দিয়ে বুড়িমারী কেন্দ্রীয় বাজার মসজিদে অস্ত্র রয়েছে বলে দাবি করেন। পরে সেগুলো উদ্ধারের কথা বলে মসজিদের ভেতরে ঢুকে কোরআন শরিফ অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন।

এ সময় উপস্থিত মুসল্লিরা তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ লোকজন তাদের বের করে গণপিটুনি দিলে তাতে একজন নিহত হন। একপর্যায়ে জনতা রাস্তার মোড়ে মোটরসাইকেলে আগুন দিলে তাতে দগ্ধ হয় নিহত ব্যক্তির মরদেহ। অন্যজন পালিয়ে যেতে সক্ষম হন।

এ প্রতিবেদন লেখার সময় রাত নয়টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ লোকজন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর, জেলা প্রশাসক আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ-র‌্যাবের পাশাপাশি সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :