বিজ্ঞাপন টেকনোলজি বাস্তবায়নে সমঝোতা স্মারক সই

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ২৩:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিজ্ঞাপন টেকনোলজি ত্বরান্বিত করতে ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেড ও জাস্ট স্টোরিস লিমিটেড এর মধ্যে একটি  সমঝোতা চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জাস্ট স্টোরিস লিমিটেডের কন্টেন্ট বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্বাক্ষর হয়। 

জাস্ট স্টোরিস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বৃতি সাবরিন খান এবং ডিজিটাল বিজ্ঞাপনের পক্ষে  ব্যবস্থাপনা পরিচালক শারফারাজ আহমেদ স্মারকে স্বাক্ষর করেন।

এখন থেকে ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেড - জাস্ট স্টোরিস লিমিটেড এর জন্য এইচটিএমএল৫ ক্রিয়েটিভ ডিজাইন, মিডিয়া বাইং, ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড, কনভেরশন ট্র্যাকিং ক্যাম্পেইন, রিটার্গেটইং ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এবং  ডিজিটাল বিজ্ঞাপন এর বট এর মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার অটোমেশন, কমেন্ট অটোমেশন, ইন্সটাগ্রাম পোস্ট অটোমেশন এবং ইন্সটাগ্রাম ডিরেক্ট মেসেজ অটোমেশন নিয়ে কাজ করবে। 

অন্যদিকে জাস্ট স্টোরিস লিমিটেড - ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেড এর জন্য ষ্টোরি রাইটিং, ব্রান্ড কন্টেন্ট স্ট্রাটেজি, ভিডিও কন্টেন্ট মেকিং,অফ লাইন ক্যাম্পেইন প্লানিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, টিভিসি, ওভিসি, মিউজিক ভিডিও এবং ফটোগ্রাফি নিয়ে কাজ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাস্ট স্টোরিস লিমিটেড এর বিজনিস ডেভেলপমেন্ট ম্যানেজার আরমান রাশিদ এবং ব্রান্ড টিমের সাকিফ আমজাদ আল হক।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/টিএটি)