দ্বিতীয়বারের মতো বিকাশের চেয়ারম্যান শামেরান আবেদ

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০৯:৫০

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারীপ্রতিষ্ঠান বিকাশ এর পরিচালনা পর্ষদশামেরান আবেদকে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে। গত ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে আবেদ আবারওচেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে ২০১৫ সালের নভেম্বরে তিনি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ৫ বছরের জন্য। শামেরান আবেদ ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডসহ বেশ কয়েকটি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য।

পরিচালনা পর্ষদের এই বৈঠকে অ্যান্ট গ্রুপের মনোনীত পরিচালক ডগলাস ফেইগেন এর পদত্যাগ পত্র গৃহীত হয় এবং তার পদে গৌমিং চেং-কে স্বাগত জানানো হয়। বিকাশের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন-ব্র্যাক ব্যাংক মনোনীত সেলিম আর. এফ. হোসেন, কাজী মাহমুদ সাত্তার, ব্যারিস্টার নিহাদ কবির ওরায়ান গিলবার্ট, মানি ইন মোশন মনোনীত নিকোলাস হিউজ ও অরুন গোর, আইএফসি মনোনীত অ্যান্ডি দেরভিশি এবং অ্যান্ট গ্রুপ মনোনীত কেনি ম্যান।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এজেড)