ইনজুরির কারণে ব্রাজিল দলের বাইরে কুতিনহো-ফ্যাবিনহো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ০৯:৫৯

ব্রাজিলের জাতীয় দলের বাইরে চলে গেছেন ফিলিপে কুতিনহো এবং ফ্যাবিনহো। ইনজুরির কারণে তাদের দলের বাইরে রাখা রেখেছেন দলটির কোচ।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে খেলা ফ্যাবিনহো ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তবে তার ইনজুরি খুব গুরুতর নয় বলে মনে করছেন অল রেডস কোচ জার্গেন ক্লপ। ইনজুরির আপডেট পাওয়ার আগেই দল থেকে বাদ দেওয়া হলো ফ্যাবিনহোকে।

অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন কুতিনহো। তিনিও তাই চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। তারও ইনজুরি থেকে সেরে ওঠতে কিছুটা সময় লাগতে পারে।

কুতিনহো-ফ্যাবিনহো ছাড়াও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। চ্যাম্পিয়নস লিগে বুধবার ইস্তাম্বুলের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটের মাথায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। নেইমার পায়ের পেশির ব্যথায় ভুগছেন। কয়েক ম্যাচ খেলতে পারবেন না পিএসজির হয়ে। তবে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলা এবং ১৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে খেলবে পারবেন কি-না তা এখনও নিশ্চিত নয়।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :