যুবাদের নিয়ে পরিকল্পনার কথা জানালেন রেডফোর্ড

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ১১:১০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০, ১১:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

হাই পারফর‌ম্যান্স (এইচপি) ইউনিটকে বলা হয় জাতীয় দরে পাইপলাইন। যেখানে তরুণ ক্রিকেটাররা জাতীয় দলে ঢোকার আগেই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়ে থাকেন। এইচপির চলমান স্কিল ক্যাম্পে যোগ দিয়েছেন নতুন কোচ টবি রেডফোর্ড। এই ইংলিশম্যান জানিয়েছেন ক্রিকেটারদের পরিপূর্ণভাবে প্রস্তুত করতে বিরুদ্ধ কন্ডিশনে খেলায় অভ্যস্ত করে তুলতে হবে।

বাংলাদেশে এসে প্রথমবার গণমাধ্যমের সাথে আলাপে টবি রেডফোর্ড জানান এশিয়ার বাইরে গিয়ে খেলানোটাই সবচেয়ে জরুরী এইচপির তরুণ ক্রিকেটারদের‌। এইচপি ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া সুযোগ সুবিধায় অবশ্য বেশ মুগ্ধ হয়েছেন এর আগে বিশ্বের বেশ কয়েকটি ক্রিকেট একাডেমিতে কাজ করা এই কোচ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টবি রেডফোর্ড ক্রিকেটারদের এশিযার বাইরে খেলানো প্রসঙ্গে বলেন, ‘যদি এই ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে যায় তবে এক পর্যায়ে লর্ডসে তাদের মুখোমুখি হতে হবে জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের। তার আগেই তাদের ওখানে নেওয়া দরকার এবং তেমন পেস ও সুইং বান্ধব উইকেটে অভ্যস্ত করতে হবে। এটা কঠিন, তবে একমাত্র উপায় অনুশীলন।’

‘খেলোয়াড়দের আমি প্রথমদিনই বলেছি, আমরা জানি বাংলাদেশ বাংলাদেশের মাটিতে অনেক শক্তিশালী দল। তারা জানে নিজেদের কন্ডিশনে তাদের কীভাবে খেলতে হয়। এইচপির কোচ হিসেবে আমি আমার দায়িত্ব খুঁজে পেয়েছি সেটা হয় ক্রিকেটার তৈরি করা যারা টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে সুযোগ পাবে এবং বিশ্বের যেকোন কন্ডিশনে পারফর্ম করতে পারবে।’

বাংলাদেশে এসে এখনো পর্যন্ত মুগ্ধতার মধ্যেই আছেন উল্লেখ করে এই ইংলিশম্যান যোগ করেন, ‘এখনো পর্যন্ত আমি সত্যি উপভোগ করছি। হাই পারফরম্যান্স সেন্টারে প্রদত্ত সুযোগ সুবিধার গুণগতমান নিয়ে আমি মুগ্ধ হয়েছি। আমাদের একটা ভালো লেকচার রুম আছে, বড় একটা ইনডোর স্কুল আছে। ব্যাকগ্রাউন্ডে দারুণ একটা পিচ, আমাদের আছে আউটডোর নেট। কাজ করার জন্য এসব দারুণ সুযোগ সুবিধা।’

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/এআইএ)