বাবা হারানোর শোক কাটিয়ে ফিরলেন কোনাল

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ১২:৫০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০, ১২:৫২

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

মাস দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ খ্যাত গায়িকা কোনালের বাবা মনির হোসেন। সেই শোক কাটিয়ে আবার গানের জগতে ফিরলেন কোনাল। নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত এবং জনপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ছবির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি।

এই গানটির কথা লিখেছেন কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী কোনাল।

নতুন গানে প্লেব্যাক প্রসঙ্গে কোনাল বলেন, ‘গানের কথাগুলো এমন ‘আজকে সবার দিল, একসাথে শামিল, আমরা যেন নীল আকাশের উড়ন্ত গাঙচিল’। স্ক্রিনে দেখা যাবে খুব মজা করে গাওয়া হচ্ছে, বাংলার ঢোলের ব্যাপার আছে। গানের মধ্যে একটা আশা জাগানিয়া পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘শওকত আলী ইমন ভাইয়ের সঙ্গে আমার প্লেব্যাক ক্যারিয়ারে অনেকগুলো গান করেছি। ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে ‘জানে খোদা’ গানটি উল্লেখযোগ্য। নতুন গানটি করেও ভীষণ তৃপ্তি পেয়েছি। আমার বিশ্বাস, সিনেমাতে দর্শকদের জন্য গানটি উপভোগ্য হবে।’   

সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘এটি ‘গাঙচিল’ ছবির টাইটেল গান। কোনালের ভয়েস নেয়া হয়েছে। প্রতীক হাসান ও আকাশ মাহামুদ নামে আরও দুজন কণ্ঠ দেবেন। এটি পুরোপুরি উৎসবমুখর গান। আমার বিশ্বাস, গানটি ‘গাঙচিল’ ছবিতে ভিন্নমাত্রা যোগ করবে।’

এর আগে আগস্টের শেষে ইমন সাহার সুর সংগীতে ‘ব্যাকুল বিহঙ্গ’ ছবিতে গেয়েছিলেন কোনাল। তার পরেই এই শিল্পীর পরিবারে করোনা আঘাত হানে। গত ১০ সেপ্টেম্বর কোনাল তার বাবাকে হারান। তারপর থেকে গত দুই মাস সবকিছু থেকে দূরে ছিলেন গায়িকা। ‘গাঙচিল’-এর টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়ে সেই বিরতি ভাঙলেন।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/এএইচ