ব্রাহ্মণবাড়িয়ায় উনিশ মাসে ৪২ বাল্যবিবাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ১৩:৪৪

গত এক বছর সাত মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৪২টি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এসময়ের মধ্যে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের অপরাধে ১২ জনকে সাজা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্রমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাল্য বিবাহের খবর পাওয়া মাত্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ তথ্য জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উাবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট সকলকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।

সভায় সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সহকারী কমিশনার (ভূমি) মশিউজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজাহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিবসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :