ফরিদপুরে কৃষক হত্যা দিবসে উপলক্ষে র‌্যালি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ১৩:৫৭

ফরিদপুরে কৃষক হত্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে জেলা কৃষকলীগ।

র‌্যালিটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয়।

এ র‌্যালির উদ্বোধণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।

জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ লক্ষণ, অধ্যক্ষ আবুল কাশেম, লিয়াকত হোসেন, প্রভাষক সবিতা বৈরাগী, আনন্দ সাহা, মোতালেব মুন্সি প্রমুখ।

সভায় বক্তারা কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের উন্নতিতে অনেক কাজ করেছেন।’

তারা বলেন, ‘এ সরকার জনগণের সরকার। কৃষকের কৃষিপণ্য আজ সহজলভ্য। করোনায় যাতে কৃষকের কোনো ক্ষতি না হয়, সেজন্য প্রধানমন্ত্রী কৃষি ঋণ ঘোষণা করেছেন।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :