সাকিবের সামনে রেকর্ডের হাতছানি

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ১৪:৪৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০, ১৪:৫০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নিষেধাজ্ঞা কাটিয়ে নভেম্বরে ঘরোয়া টি-টুয়েন্টি আসর বঙ্গবন্ধু কাপ দিয়ে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। একবছর অপেক্ষার পর ক্রিকেটে ফিরেই টাইগার অলরাউন্ডার পাবেন ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের সুযোগ।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে সাকিবের দরকার মাত্র ৩০ রান। ৩০৮ ম্যাচে তিনি করেছেন ৪,৯৭০ রান। গড় ২১.০৫। রয়েছে ১৯ ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৮৬* রানের।

সাকিব এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এ ফরম্যাটে রানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে মুশফিকুর রহিম। ১৯২ ম্যাচে করেছেন ৪,০০১ রান।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অবশ্য সবার চেয়ে এগিয়ে তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ৭৪ ম্যাচে তুলেছেন ১,৭০১ রান। আর সাকিব ৭৬ ম্যাচে করেছেন ১,৫৬৭ রান।

তৃতীয় অবস্থানে বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৯ ইনিংসে তার সংগ্রহ ১,৪৭৫ রান।

আইসিসির নিষেধাজ্ঞার ধাক্কা না এলে সাকিব টি-টুয়েন্টিতে ৫ হাজার রান পূর্ণ করে ফেলতে পারতেন আরও আগেই। খেলতে পারতেন সিপিএল ও আইপিএলে। সেটি না হওয়ায় তাকে অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন।

নভেম্বরের মাঝামাঝিতে সাকিব পাঁচ দলের টি-টুয়েন্টি আসর খেলে মিরপুর মাতাবেন। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন তিনি।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/এআইএ)