মহানবীকে কটূক্তির অভিযোগে ফেনীতে যুবক গ্রেপ্তার

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ১৫:৫০

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ করার অভিযোগে ফেনীতে মিঠুন দে ওরফে পিকলু নীলকে(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘পিকলু নীল’ থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দের ছেলে পিকলু নীল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ইসলাম, মহানবী (সা.), আলেম ওলামা ও পর্দার বিষয়ে বিভিন্ন বিদ্রুপমূলক পোস্ট করে আসছেন।

এসব পোস্ট ছড়িয়ে পড়লে ফেনীতে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানায়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন কারী বাড়ীর আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, ধর্মীয় উস্কানির অভিযোগে পিকলুকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/কেএম)