রাজশাহী বিভাগে ৯ দিন পর করোনায় একজনের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৬:৫০ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ১৬:১০

রাজশাহী বিভাগে টানা নয়দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে তার মৃত্যু হয়। এর আগে গত ২০ অক্টোবর বিভাগে দুইজনের মৃত্যু হয়।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২০ জনে দাঁড়াল। এর মধ্যে সর্বোচ্চ ১৯৩ জন মারা গেছেন বগুড়ায়। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন মারা গেলেন রাজশাহী জেলায়।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এর মধ্যে বগুড়ায় পাঁচজন, রাজশাহীতে ১৩ জন এবং নাটোরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ দিন বিভাগে ৪৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৪১ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর চারজন এবং নওগাঁর একজন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ২০ হাজার ৯৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৪৪ জন। হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :