বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৮:৩০ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ১৮:০০

বেনাপোলের সীমান্তর্বর্তী পুটখালী গ্রাম থেকে নয়টি নাইন এমএম পিস্তল, ১৯টি ম্যাগজিন ও ৪৯ রাউন্ড গুলিসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুটখালীর নিজ বাড়ি থেকে হবিবর রহমান নামে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে র‌্যাব-৬ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপণ সংবাদে অভিযান চালিয়ে পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুরকে আটক করা হয়। তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে হাবিবুরের পুটখালির নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির রান্না ঘরে থাকা ড্রামের ভেতর থেকে দুইটি প্যাকেটে রাখা নয়টি বিদেশি পিস্তল, ১৯টি ম্যাগজিন, ৪৯ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে এ অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে পাঠানোর উদ্দেশে হাবিবুর মজুদ করেছিল বলে স্বীকার করেছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :