ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ১৮:৪৭

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সরকারি এক কর্মকর্তাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠেছে। কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগটি ওঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনছার উদ্দিন মোল্লা নামে ওই সরকারি কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।

মারধরের শিকার আনছার উদ্দিন মোল্লা তিনি উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। তার বাড়ি কনকদিয়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আনছার উদ্দিন নিজ গ্রামের বাড়ি থেকে সন্ধ্যার দিকে কনকদিয়া বাজারে যান। সেখানে ইউপি চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হলে তিনি সালাম দেন। এক পর্যায়ে চেয়ারম্যান শাহিন তাকে ডেকে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে মারধর করেন শাহিন।

একটি সূত্র জানায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগ নিয়ে চেয়ারম্যান শাহিন ও কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়।

মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাউফল থানায় লিখিত অভিযোগ করার জন্য বলা হয়েছে।

তবে এ বিষয়ে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন হাওলাদারের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/পিএল)