তুরস্কের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প, হতাহত শতাধিক

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ২০:৫৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০, ২১:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আজিয়ান সাগরে তুরস্কের পশ্চিম উপকূল ও গ্রিক দ্বীপপুঞ্জে ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬.৬ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের ইজমির প্রদেশ। ভূমিকম্পে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।

শুক্রবার আজিয়ান সাগরের সাড়ে ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরতায় সংঘটিত হয়েছে এ ভূমিকম্প।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে ভূমিকম্পটি তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর সমগ্র ইজমির জুড়ে এবং ইস্তাম্বুলেও অনুভূত হয়েছিল।ইজমিরের বায়ারকালি জেলায় ধ্বংসস্তুপের ভেতর থেকে তিনজনকে টেনে বের করা হয়। 

ভূমিকম্পে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারহেত্তিন কোচা। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু বলেন, ‘ইজমিরের বায়রাকলি ও বোর্নোভা ডিস্ট্রিক্টে ছয়টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া, উজাক, ডেনিজলি, মনিসা, বালিকাসির, আইদান ও মুগলাসহ কয়েকটি প্রদেশ থেকে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’

ইজমির মেট্রোপলিটনের মেয়র টুন সোয়ার অবশ্য ধসে পড়া ভবনের সংখ্যা প্রায় ২০ এর কাছাকাছি বলে জানিয়েছেন।

ভূমিকম্পের কিছু সময়ের মধ্যেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইজমিরকে সহায়তা করতে সব সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।

এই ইজমিরেই ১৯৯৯ সালের এক ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ মারা গিয়েছিল।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/ইএস