ইংল্যান্ডের হয়ে ওপেন করতে চান স্টোকস

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ২১:২৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংল্যান্ডের হয়ে সাধারণত পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করে থাকেন অলরাউন্ডার বেন স্টোকস। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে ওপেনার হিসেবে দেখা গেছে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার স্টোকসকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওপেনার হিসেবে নেমে ৬০ বলে অপরাজিত ১০৭ রানও করেছেন তিনি।

তাই জাতীয় দলের হলেও নিজেকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান স্টোকস। তিনি বলেছেন, ‘আমি সত্যিই এই নতুন ভূমিকা উপভোগ করছি। ম্যাকারের (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সাথে আমার আগেই কথা হয়েছিল। টিম ম্যানেজমেন্টও চেয়েছিল আমি ইনিংসের শুরুতে খেলা শুরু করি। কয়েকটা ম্যাচে রান করতে পারিনি। তবে টিম ম্যানেজমেন্ট আমার উপরে আস্থা হারায়নি। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে ওপেনার হিসেবে খেলার ইচ্ছা আছে আমার।’

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বেন স্টোকসের। এখন পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ৬৭টি টেস্ট, ৯৫টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছরের আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/এসইউএল)