করোনায় সর্বনিম্ন মৃত্যু ময়মনসিংহ বিভাগে

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ২২:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০, ২২:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনসহ সর্বমোট পাঁচ হাজার ৯০৫ জন মারা গেছেন। এর মধ্যে এখন পর্যন্ত শুধু ঢাকা বিভাগেই সর্বাধিক সংখ্যক তিন হাজার ৬৬ জন মারা গেছেন। যা শতকরা হিসেবে ৫১.৯২ শতাংশ। আর সর্বনিম্ন মৃত্যু ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে ১২২ জনের মৃতু হয়েছে, যা শতকরা হিসেবে ২.০৭ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ১৯ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন এবং বরিশালে একজন রয়েছেন। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কোনো মৃত্যু নেই।

এছাড়াও বাকি বিভাগগুলোতে চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৭১জন (১৯.৮৩ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৭১ জন (৬.২৮ শতাংশ), খুলনা বিভাগে ৪৬৮ জন (৭.৯৩ শতাংশ), বরিশাল বিভাগে ২০০ জন (৩.৩৯ শতাংশ), সিলেট বিভাগে ২৪৫ জন (৪.১৫ শতাংশ), রংপুর বিভাগে ২৬২ জন (৪.৪৪ শতাংশ) জনের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/টিএটি)