নারী নিপীড়নের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১২:০৩ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১১:৩১

‘জাগো নারী এক সঙ্গে, ধর্ষকের প্রতিবাদে’-এ স্লোগানে ধর্ষণসহ সব ধরনের নারী নিপীড়নের প্রতিবাদে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পল্লীসমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, মাঠ সংগঠক মিঠু রানী বিশ্বাস, মিঠুন দত্ত, ইউনিয়ন পরিষদের সচিব সুবীর কৃষ্ণ দত্ত, তাহমিনা বেগম, অর্চনা রানী, শোভা রানী, মুনমুন রানী, শৈব্যা বিশ্বাস, যুথিকা, রিনা, চন্দনাসহ অনেকে।

বক্তারা সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নিপীড়ন, সাভারে নীলা হত্যাসহ দেশে ক্রমবর্ধমান ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইনকে স্বাগত জানান।

মানববন্ধনে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া, কোমলপুর, কুলটি, বিলেরডাঙ্গা এলাকাসহ ছয়টি পল্লীসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :