সহ-সভাপতি নির্বাচনে তাবিথকে ৪ ভোটে হারালেন মহি

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২০, ১৪:২৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০, ১৫:৪৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি নির্বাচনে তাবিথ আউয়ালকে ৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন মহিউদ্দিন মহি।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দু'জনের মধ্যকার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৩০ জন ভোট দেন। এতে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মহি। এছাড়াও তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।

এর আগে ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে চার সহ-সভাপতি পদের মধ্যে চতুর্থটিতে টাই হয়েছিল তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে। সমান ৬৫ করে ভোট পেয়েছিলেন তারা দু'জন।

বাফুফের নির্বাচনে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. সালাউদ্দিন। অন্যান্য পদেও তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করে। সিনিয়র সহ-সভাপতি এবং তিনজন সহ-সভাপতি পদে জিতেছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ১৫টি সদস্যপদের মধ্যে ৯ জনই জিতেছেন কাজী মো. সালাউদ্দিনের প্যানেল থেকে।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/এআইএ)