‘পুলিশ-জনতা একসঙ্গে কাজ করলে অপরাধ কমে যাবে’

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২০, ১৫:২০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০, ১৬:০৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় কবি জসিম উদ্দিন হলে জেলা পুলিশের উদ্যোগে এ সভা হয়। সভায় বক্তরা বলেন, জনগণ ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ কমে যাবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আইভি মাসুদ, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলি মেথু, অধ্যাপক শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সোনার বাংলা গড়ার জন্য কমিউনিটি পুলিশের অবদান অনস্বীকার্য। পুলিশ বাহিনী দেশে সন্ত্রাস, জঙ্গি, নাশকতা, অরাজকতা ও ধর্ষণের মতো ঘটনাকে যেভাবে সফলতার সঙ্গে মোকাবেলা করেছে তা অনস্বীকার্য।

তারা বলেন, জনগণ ও পুলিশ সম্পৃক্ত থাকলে সমাজে কোনো অশান্তি থাকতে পারে না। তারা জনগণের সমস্যার সমাধানে পুলিশ বাহিনীর সদস্যদের জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের বোয়ালমারীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম ও বোয়ালমারী থানার এসআই শুপ্রজিত পালকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/কেএম)