করোনায় আরও ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ১৩২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৫:৪৮ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৫:৪৫
ফাইল ছবি।

দেশে মহামারি করোনাভাইরাসে আরও ১৮ জনের মত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৯২৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর নতুন সুস্থ হয়েছেন এক হাজার ৪৪২ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে এক হাজার ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার লাখ ৭ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হলো। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি।

নতুন যারা মারা গেছেন তাদের ১১ জনই ষাটোর্ধ্ব। এছাড়া পঞ্চাশোর্ধ্ব তিনজন ও চল্লিশোর্ধ্ব চারজন। এদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ছয়জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় দুইজন ও সিলেট বিভাগে একজন। এছাড়া রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কোনো মৃত্যু নেই।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৫৫৩ জন (৭৬.৮৭ শতাংশ) এবং নারী এক হাজার ৩৭০ জন (২৩.১৩ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৪২ জন। মোট সুস্থতার পরিমাণ তিন লাখ ২৪ হাজার ১৪৫ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটে কোভিড-১৯ মহামারির। এরপর এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :