আত্রাইয়ে গৃহবধূর ‘আত্মহত্যার’ ঘটনায় একজন কারাগারে

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২০, ১৬:৩১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০, ১৬:৪৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর আত্রাইয়ে স্বামী, ভাসুর ও  জায়ের নির্যাতনে বিথি রানী (২২) নামে এক গৃহবধূর ‘আত্মহত্যার’ ঘটনায় অভিযুক্ত জাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকালে অভিযুক্ত রাখী রানীকে নওগাঁ কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার ও তার জাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা যতন রায় আত্রাই থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর সিপাইপাড়ার যতন রায়ের মেয়ে বিথির সঙ্গে আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের মৃত প্রভাষ চন্দ্র প্রামাণিকের ছেলে বিলাশ চন্দ্র প্রামাণিকের চার বছর আগে বিয়ে হয়। এরপর থেকে দুশ্চরিত্রার অপবাদে শারীরিক এবং মানসিকভাবে বিথিকে নির্যাতন করা হতো। এর মধ্যেই দুই বছর আগে তাদের একটি কন্যা সন্তান হয়। এরপরও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার উভয় পরিবারের অভিভাবক, সামাজিক এবং গ্রাম্য সালিশ হয়। এরপর কিছুদিন শান্তি থাকলেও পুনরায় বিথির উপর নির্মম নির্যাতন চালায় তারা। ঘটনার দিন শুক্রবার দুপুরে মেয়ের পায়ের তোরা হারানোকে কেন্দ্র করে বিথিকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে চলে যায় স্বামী বিলাশ। এরপর বিথি রানী গ্যাস ট্যাবলেট খায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশী এবং গ্রামের লোকদের সঙ্গে কথা বলে বাড়িতে থাকা নিহতের জা রাখী রানীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিথী রানীর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/পিএল)