বিডিবিএলের নতুন ডিএমডি কামাল হোসেন-রিফাত হাসান

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৭:১৮

কামাল হোসেন গাজী ও রিফাত হাসান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন।

এর মধ্যে কামাল হোসেন গাজী ১৯৮৭ সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আইসিবির সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিভিশন, লিগ্যাল অ্যাফেয়ার্স, মানি লন্ডারিং বিভাগের প্রধান এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের শাখা প্রধান হিসেবেও কর্মরত ছিলেন।

আর রিফাত হাসান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে প্রোগ্রামার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে স্নাতক এবং স্নাতোকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রি লাভ করেন। তিনি আইসিবির আইসিটি ডিভিশন এবং ইইএফের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর এবং সার্টিফাইড ইনফর্মেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :