পশ্চিম প্রশান্ত মহাসাগরে এবছরের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২০, ১৮:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গণি’ রবিবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় লুজন দ্বীপে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কর্তৃপক্ষ।

পাচঁ মাত্রার এই টাইফুনকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ২১৫ থেকে ২৬৫ কিমি বাতাসের সর্বোচ্চ গতিবেগের ঘূর্ণিঝড়টির কারণে প্রাণহানি এড়াতে শনিবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো থেকে অন্তত দুই লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে ফিলিপাইনে ২২ জনের মৃত্যু হয়ে। বেশিরভাগই ছিলেন রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। ওই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সামলানোর মধ্যেই ঘূর্ণিঝড় গনি আঘাত হানতে যাচ্ছে দেশটিতে।

বিজ্ঞানীরা বলছেন, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের পর এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। সাত বছর আগে হওয়া ঘূর্ণিঝড় হাইয়ানে প্রায় ৬ হাজার ৩০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এনএইচএস/ডিএম)