বাড়তি দামে আলু, ৭ আড়তদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৮:৩২

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাইকারি আলুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব। এসময় বাড়তি দামে আলু বিক্রির অপরাধে সাত আড়তদারকে মোট চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার র‌্যাব-৩ এবং কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাইকারি আলু-পেঁয়াজের বাজারে অভিযানে এই অর্থদণ্ড করা হয়।

অভিযানটিতে নেতৃত্ব দেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

জরিমানা করা হয়েছে মুন্সীগঞ্জ বাণিজ্যালয়, আল্লার দান, নিউ শাহ আলম, মানিক এন্টারপ্রাইজ, নিউ বিক্রমপুর বাণিজ্যালয়, তানহা এন্টারপ্রাইজ এবং মায়ের দোয়া বাণিজ্যালয়কে।

এ বিষয়ে পলাশ কুমার বসু জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি বাজারে এক কেজি আলুর দাম ৩০ টাকা করার কথা। কিন্তু সে আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘২২ অক্টোবর সব পক্ষের সঙ্গে সভা করে সরকার কোল্ড স্টোরেজ থেকে আলু বিক্রির ক্ষেত্রে ২৮ টাকা কেজি এবং পাইকারি বিক্রির ক্ষেত্রে ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু তা না মেনে এই প্রতিষ্ঠানগুলো ৪০ থকে ৪২ টাকা কেজি দরে আলু বিক্রি করছিল। এ জন্য তাদের জরিমানা করা হয়েছে।’

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :