মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ চায় বাংলাদেশ

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৯:৪৩

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সরাসরি বাংলাদেশের সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে ঢাকা চীনা দূতাবাসকে প্রস্তাব দিয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'বাংলাদেশ-চীন উন্নয়ন সহযোগিতা: অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি' শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়।

সিনহুয়ার জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেছেন, ‘বাংলাদেশ-চীন দুই দেশের মধ্যে মিয়ানমার হয়ে রেল ও সড়ক যোগাযোগের জন্য ঢাকার চীনা দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছি।’

এদিকে শনিবার চীনা দূতাবাস এক বার্তায় জানায়, রাষ্ট্রদূত লি জিমিং তার বক্তব্যে চীন এবং বাংলাদেশের মধ্যে কীভাবে বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যায় সে বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরেন।

রাষ্ট্রদূত পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে আরও গভীর করা, উন্নয়নের গতিশীলতা বজায় রাখা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই ) আওতায় আরও গঠনমূলক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে উভয় পক্ষকে উৎসাহিত করার পক্ষে মত দেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :