৫জি ফোন আনছে ভিভো

প্রকাশ | ০১ নভেম্বর ২০২০, ০৯:২৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন ৫জি ফোন আনছে ভিভো। ইতোমধ্যে নতুন এই ফোনের তথ্য ও ছবি ভিভোর ওয়েবসাইটে দেখা গেছে। তবে কবে নাগাদ এই ফোন আনা হবে তা এখনও জানা জায়নি। ফোনটিতে থাকবে অক্টোকোর প্রসেসর, ৪০২০ এমএএইচ ব্যাটারি।

ফোনের স্ক্রিন থাকবে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচ ডি ডিসপ্লে। ৫জি কানেক্টিভিটির এই ফোনের প্রসেসরে ক্লক স্পিড হবে ২.৪ গিগা হার্জ।

৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। স্টোরেজ থাকবে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। তবে এই ফোনে মেমরি কার্ড ব্যবহারের সুবিধা নেই।

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ থাকছে। এতে থাকবে র‍্যাপিড চার্জের স্যুবধা। তবে এই ফোনের দাম কত রাখা হবে তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই ফোন দ্রুত আন্তর্জাতিক বাজারে আনা হবে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এজেড)