চুয়াডাঙ্গায় সরকারি ওষুধ সংগ্রহের অভিযোগে যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২০, ১৭:৩৮

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান চালিয়ে সরকারি ওষুধ সংগ্রহ করার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে দুদক। রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সার্কেলের একটি দল এ অভিযান চালায়।

আটক জুয়েল রানা নামে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। তার বাড়ি সদর উপজেলার বেলগাছি মুসলিমপাড়ায়।

দুদকের কুষ্টিয়া সার্কেলের উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হুসাইন জানান, হটলাইনে হাসপাতালের অনিয়মের তথ্য পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। এসময় সরকারি ওষুধ নামে-বেনামে সংগ্রহ করার অভিযোগে জুয়েল রানাকে আটক করা হয়। এছাড়া হাসপাতালের রান্নাঘরে খাবারের ওজন কম দেয়ার চিত্র পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওেই যুবককে একমাসের কারাদণ্ড দেন আদালতের বিচারক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান।

বিচারক সাদিকুর রহমান জানান, কৌশলে সরকারি ওষুধ উত্তোলণ করে সংগ্রহ ও গণ উপদ্রব সৃষ্টির অভিযোগে জুয়েল রানাকে দণ্ডবিধির ২৯১ ধারায় এ দণ্ড দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :