হঠাৎ নদীতে ভেঙে পড়ল সেতুটি

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ১২:১৪

বরগুনার শহরের উপকন্ঠে সুজার খেয়াঘাট সংলগ্ন একটি সেতু হঠাৎ ভেঙে পড়েছে। সেতুটিতে থাকা তিন যুবক নিচে পড়ে গেলেও কারও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রবিবার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার পর থেকেই ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কটি দিয়ে চলাচল করা লোকজন।

খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা জাহিদ হাওলাদার বলেন, মাগরিবের নামাজের সময় আমরা প্রচণ্ড জোড়ে শব্দ শুনতে পাই। এরপর গিয়ে দেখি সেতুটি ভেঙে গেছে। এ সময় সেতুতে থাকা তিন যুবক নদীতে পড়ে গেলেও তাদের কেউ আহত হয়নি।

খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা উজ্জ্বল সরকার বলেন, নদীতে ট্রলার ও মালবাহী নৌযান চলাচলে অনেক সময়ই সেতুটিতে ধাক্কা লাগে। এভাবে আস্তে আস্তে সেতুটির ফাটল ধরেছিল।

জানা যায়, এই এলাকার হাজার হাজার মানুষের পারাপারের জন্য সুজা মিয়া নামে এক ব্যক্তি ধানের বিনিময়ে নৌকা চালিয়ে নদী পার করতেন। তার নাম অনুসারে সুজার খেয়া ও সুজার খেয়াঘাট হিসেবে এলাকাটির পরিচিতি পায়। পরে ওই এলাকায় সেতুটি নির্মিত হয়। ২২ বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণ অথবা তদারকি করা হয়নি। যার কারণে সেতুটি ভেঙে পড়েছে বলে স্থানীয়রা জানান।

ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :