কালিয়াকৈরে কৃষককে ব্যাংক লোনের নামে প্রতারণার অভিযোগ!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ১৫:২৪

গাজীপুরের কালিয়াকৈরে এক দরিদ্র কৃষককে ব্যাংক লোন তুলে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষক পরিবার।

সোমবার দুপুরে উপজেলার চাপাইর ইউনিয়নের সাতকুড়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

সাতকুড়া গ্রামের কৃষক নূরুল ইসলামকে তার কৃষি জমির উপর কৃষিব্যাংক কালিয়াকৈর শাখা থেকে ঋণের টাকা তুলে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। তার থেকে সাদা ব্যাংক চেকে স্বাক্ষর রেখে প্রতারণার ফাঁদে ফেলে কোটি টাকা দাবি করছে একটি চক্র।

চক্রের প্রধান আইয়ুব আলীর নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল প্রতারণা করে কৃষক নূরুল ইসলামের উপর মামলা, হামলা করে চলছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলার সাতকুড়া এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সাতকুড়া গ্রাম কমিটির সভাপতি মিয়াজউদ্দিন, প্রতারিত কৃষক নূরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, কৃষি ব্যাংক কালিয়াকৈর শাখায় এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজসে প্রতারক চক্রের একটি দল সহজ সরল গ্রামবাসীকে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা।

(ঢাকাটাইমস/২নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :